ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ এক মহিলাকে আটক করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খোকনের নেতৃত্বে পৌর শহরের পলবান্ধা বেপারীপাড়া অভিযান চালায় ইসলামপুর থানা পুলিশ। এ সময় ৫০ পিছ ইয়াবাসহ ইউসুফ আলীর স্ত্রী ববিতা (৩২) কে আটক করে। এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ দ্বীন-ই-আলম জানান, আটক ববিতাকে মাদকদ্রব্য আইনে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রোপা আমন চারা বিতরণ
জামালপুরের ইসলামপুরে রোপা আমন বিনা শাইর চারা বিতরণ করা হয়েছে। ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে গতকাল বুধবার কৃষি অফিস চত্তরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে গত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে চারা বিতরণ করেন স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহছানুল হক মামুনের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জুবায়দুর রহমান দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাতিউর রহমান। অনুষ্ঠানে চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া ও কুলকান্দি ইউনিয়নের ৪০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন