বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দশমিনায় জমি বিরোধে দু’গ্রুপে সংঘর্ষ নিহত ১ আহত ১৪

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দশমিনা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জমিজমা বিরোধে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১জন নিহত ও নারী-পুরুষসহ আহত ১৪। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসার পশ্চিম-উত্তর পাশে ও হামেদ খলিফা বাজারের দক্ষিণ পাশের বিলে খরিদ সূত্রে মালিক মমিন দেওয়ান গং’র চাষাবাদকৃত ৫০ শতাংশ জমির বীজ উৎপটন পূর্বক পৈতৃক সূত্রে মালিক দাবিদার ছালাম হাওলাদার গং পুনঃচাষাবাদ করতে গেলে উভয় গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব পরিকল্পিত দেশীয় অস্ত্রে সজ্জিত ছালাম হাওলাদার গংরা অতর্কিত হামলা চালায় মমিন দেওয়ান গং’র ওপর। এতে আমির হোসেন দেওয়ান (৩২), আঃ রব দেওয়ান (৬০), আলতাফ দেওয়ান (৪৫), জালাল দেওয়ান (৪৫), মমিন দেওয়ান (৬৫), নাসির দেওয়ান (৩২), শাহজাহান দেওয়ান (৪৫), জিসান (৮), বেগম বিবি (৬০), সাজুফা বেগম (৪৫), মালেক সিকদার (৩৪) আহত হয়। প্রতিরোধে ছালাম হাওলাদার গং’র আবুল বশার হাওলাদার (৩০), জহিরুল হাওলাদার (৩৫), মনিরুল হাওলাদার (২৭) ও কুডি বিবি (৪০) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম আমির হোসেন দেওয়ানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মমিন দেওয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতরা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসারত রয়েছে। এ ঘটনায় দশমিনা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ছালাম গং’র খালেক হাওলাদার (৬৪), বেলায়েত সিকদার (৬৮), আবুল বশার (৩০) ও মনিরুল হাওলাদার (২৭)সহ চার জনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন