শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুই মাদক বিক্রেতার কারাদন্ড

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম। গতকাল বুধবার দুপুরে দুই মাদক ব্যবসায়ীকে এ দ- প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলেন, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মৃত আঃ মালেকের ছেলে রবিউল আলম রবু (২৫) ও রূপগঞ্জ সদর ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে জাহিদুল ইসলাম (৩২)। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, রবিউল ইসলাম রবু ও জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছে। বুধবার সকালে অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম রবুর কাছ থেকে ৫ পিছ ইয়াবা ও জাহিদুল ইসলামের কাছ থেকে ৫ পুরিয়া গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। আদালত ওই দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্তদের নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন