হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মাসুম হাসান ওরফে ইমরান। গতকাল লালবাগ থানার ওসি কে এম আশরাফউদ্দিন বলেন, হেফাজত নেতার ওপর হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত হেফাজত নেতা নিজেই সেদিন লালবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। তখন থেকেই হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছিল। পরে শুক্রবার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি আসরের নামাজের পর লালবাগ শাহী জামে মসজিদের সামনে জসিম উদ্দিনকে পেছন থেকে ছুরিকাঘাত করে এক যুবক।
তখন আশপাশের লোকজন ধাওয়া করে হামলাকারীকে ধরতে পারেনি। আহত জসিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জসিম উদ্দিন রাজধানীর জামিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক। তিনি প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন