বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খানের মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আজ বাংলাদেশের চলচ্চিত্রের মুভি মোগল খ্যাত এ কে এম জাহাঙ্গীর খানের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ১৫ ফেব্রæয়ারি ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার থেকে মিলাদ-মাহফিল ও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। উল্লেখ্য, স্বাধীনতার পর যে কজন দাপুটে প্রযোজক বাংলাদেশে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে কাজ করেছেন, তাদের অন্যতম এ কে এম জাহাঙ্গীর খান। ১৯৭৮ সালে ‘চিত্রালী’ সম্পাদক প্রয়াত আহমদ জামান চৌধুরী তাকে ‘মুভি মোগল’ খেতাব দেন। এ কে এম জাহাঙ্গীর খান প্রথম আমজাদ হোসেনের পরিচালনায় ‘নয়নমনি’ সিনেমাটি প্রযোজনা করেন। সে সময় সিনেমাটি তিন কোটি টাকা ব্যবসা করে। তারপর থেকে একে একে প্রযোজনা করেন ‘তুফান’, ‘বিজয়িনী সোনাভান’, ‘সূর্যকন্যা’, ‘আমার মা’,‘রূপের রাণী চোরের রাজা’, ‘রাজকন্যা’, ‘বাদল’, ‘কুদরত’, ‘আলতাবানু’, ‘সওদাগর’, ‘রাজ সিংহাসন’, ‘তিন বাহাদুর’, ‘পদ্মাবতী’সহ আরও অনেক সিনেমা। ৪৩ টি সিনেমার প্রযোজক ও পরিবেশক ছিলেন তিনি। তার প্রযোজনা সংস্থার নাম আলমগীর পিকচার্স। ১৯৮৬ সালে তার প্রযোজিত ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শুভদা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১৩টি সম্মাননা অর্জন করে অনন্য রেকর্ড গড়ে। ২০১৬ সালে এ কে এম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে নির্মিত ৪৩টি সিনেমার প্রিন্ট, পোস্টার, ফটোসেট, অ্যালবাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে প্রদান করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন