শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মো. সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগমের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বসতঘর ও দুটি আটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। নিহত অটোচালক সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে। সে স্থানীয় মঠবাড়িয়া পৌরসভার বাজারে দীর্ঘদিন ধরে পানি বহনের কাজ করে আসছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানান, রোববার ভোর ৫টার দিকে ওই বসতঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়েছিলেন সাইফুল ও মনি। আগুন লাগার পরে ঘর থেকে বের হতে না পেরে সেখানেই পুড়ে মারা যান তারা। নিহতের পারিবারিক সূত্র জানায়, ৩ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন