রাঙামাটির কাপ্তাইয়ে কারিগরি শিক্ষার শর্টকোর্সের জন্য ৪টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বাক্ষর করা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও কারিগরি শিক্ষায় শর্টকোর্সের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে এ স্বাক্ষর করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের মাধ্যমে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন হাওলাদার ও বিভিন্ন বিভাগীয় প্রধান এবং অ্যামপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি ৪টি নতুন প্রতিষ্ঠানের মালিকের উপস্থিতিতে পারস্পরিক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো- এম আর এন্টারপ্রাইজ কাপ্তাই, ফাহিম ইঞ্জিনিয়ারিং, সৈয়দ মাঈনু নুদ্দিন আহম্মদ মাইজভান্ডারী এবং গতকাল রোববার বিবিডিএন এর উপস্থিতে আইডিএফ এর সাথে চুক্তি স্বাক্ষর হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন