শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় বিমানের জরুরি অবতরণ পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে রবিবার জরুরিভিত্তিতে অবতরণ করে ভারতের একটি বিমান। জ্বালানি নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটির (সিএএ) সঙ্গে যোগাযোগ করে। তাদেরকে জানানো হয়, তাদের জরুরি অবতরণ দরকার। জ্বালানি প্রায় শেষ হয়ে গেছে। ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন ব্রিটিশ একজন রোগী, চিকিৎসক ও দু’জন নার্স। দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি তাজাকিস্তানের রাজধানী দুশানবেতে যাচ্ছিল। মাঝ আকাশেই দেখা যায় জ্বালানি প্রায় শেষের পথে। এতে রীতিমতো সমস্যায় পড়তে হয় বিমানের পাইলটকে। বাধ্য হয়ে ইসলামাবাদ এয়ারপোর্টের সিএএ-র সঙ্গে কথা বলার পর অনুমতি মেলে। দুই ঘন্টা পর জ্বালানি নিয়ে আবারো দুশানবেতের দিকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Burhan uddin miah ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৬ পিএম says : 0
That is real humanity....
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন