শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইটভাটায় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নীলফমারীর জলঢাকা উপজেলায় ইটভাটায় মাটিচাপা পড়ে আব্দুর রহমান কাল্টু (৪৫) নামে এক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামার ডাঙ্গাপাড়া এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় সুনীল চন্দ্র নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ইটভাটায় কর্মরত শ্রমিক পুনিল চন্দ্রসহ স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নে অবস্থিত হক অ্যান্ড সন্স নামের ইটভাটায় ইট তৈরির জন্য মাটির স্তুপ খনন করার সময় ওপর থেকে জমাট বাঁধা মাটি ভেঙে চাপা পড়েন ওই দুই শ্রমিক। পরে তাদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহমান কাল্টুকে মৃত ঘোষণা করেন।
হক অ্যান্ড সন্স ভাটার মালিকপক্ষের জাকির হোসেন জানান, এটা নিছক একটা দুর্ঘটনা। তবে স্থানীয়রা জানান, জলঢাকায় সরকারের নিয়মনীতি না মেনে ভাটা নির্মাণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন