মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

করোনার টিকা নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৪ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এন্ড হাসপাতালে বৃহস্পতিবার তিনি এই টিকা নেন। প্রতিমন্ত্রীর স্ত্রী ও পরিবারের কয়েকজনও এদিন করোনার ভ্যাকসিন নিয়েছেন। টিকা গ্রহণের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশ অনেক দেশের আগেই টিকা সুবিধা গ্রহণ করতে পারছে। ক্রীড়াঙ্গনের আগ্রহী ব্যক্তিরা ইতোমধ্যে অনেকে নিয়েছেন। যারা আগ্রহ প্রকাশ করেছেন তারাও টিকা নিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্বক্ষণিক বিষয়গুলো নিয়ে কাজ করছে।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সপ্তাহ খানেকের সফরে দুবাই ছিলেন। ১৩ ফেব্রæয়ারি দুবাই থেকে ঢাকায় ফিরে বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন নেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন