শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতদিয়ায় সচল ২ ঘাট অপেক্ষমাণ শত শত যানবাহন

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করে। দৌলতদিয়া ঘাট প্রায় ১ মাস যাবৎ অচলাবস্থা হয়ে পড়েছে। গত তিন চারদিন যাবৎ দুই ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যানবাহনের যাত্রী ও চালকরা। আর বিআইডব্লিউটিএ এবং টিসির কর্তৃপক্ষ একে অন্যের দোষ দিচ্ছেন, তবে ঈদের আগে ভোগান্তি আরও বাড়বে বলে স্বীকার করছেন কর্তৃপক্ষ। এর আগে গত মাসের শেষের দিকে দৌলতদিয়া ঘাটের অচলাবস্তা হয়ে পরেছিল। সে সময় কর্তৃপক্ষ দায়সারাভাবে ঘাট চালু করলেও বন্ধ ছিল ১ নম্বর ফেরি ঘাট। গত সোমবার বিকেল থেকে আবার বন্ধ হয়ে গেছে ১ ও ২ নম্বর ফেরি ঘাট। চালু রয়েছে ৩ এবং ৪ নম্বর ঘাটটি। ৪ নম্বর ঘাটের সংযোগ সড়কের অর্ধেকটা গত বুধবার ভেঙ্গে গেলেও এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। আর বন্ধ থাকা ২ নম্বর ঘাটের নির্মাণ কাজ শুরু হলেও কর্তৃপক্ষ জানে না কবে চালু হবে ১ নম্বর ঘাটটি। দৌলতদিয়া ঘাটে আটকে থাকা যাত্রীরা জানান, তারা আগের দিন রাত থেকে অপেক্ষায় বসে আছে ঘাটে। আর ট্রাক চালকরা বসে আছে প্রায় তিন থেকে চারদিন। ট্রাক চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। চালকরা অভিযোগ করে বলেন, তারা এত কষ্টে রাস্তায় পরে আছেন, অথচ ঘাট কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই গ্রহণ করছে না। কর্তৃপক্ষের উদাসীনতার কারনে ঘাটের এই দুরবস্থা বলে মনে করছেন চালক ও যাত্রীরা। দৌলতদিয়া ঘাটের সহকারী-ম্যানেজার খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি চলছে। ২ টি ঘাট সচল রয়েছে, নদীতে প্রচন্ড ¯্রােতের কারণে মাঝে মধ্যেই ঘাট অন্যত্র সরাতে হচ্ছে। দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, নদীতে প্রচন্ড স্রোত, তার উপর ৫টি ফেরি নষ্ট, তাই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এই অবস্থা থাকলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়বে বলে স্বীকার করছেন কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন