শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদযাপন উপলক্ষে দেশের জেলা, উপজেলার ম্যারাথন প্রতিযোগিতা কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় উপজেলা চত্তরে এই ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান ফিজার। ফুলবাড়ী উপজেলা চত্তর থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের আমিন অটো রাইচমিল মোড় পর্যন্ত আসা-যাওয়া ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, থানার ওসি ফখরুল ইসলামসহ উপজেলা প্রশাসেনর কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে ম্যারাথন-২০২১ উদযাপন সফল করতে উপজেলা প্রশানের উদ্যোগে, উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর- ৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন। ম্যারাথনে রেজিস্ট্রেশনকারী শহস্রাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন