শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশাশুনির বেড়িবাঁধ ভাঙনের ক্লোজার চাপান সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া ওয়াপদার বাঁধ ভাঙনের ৯ মাস পর ক্লোজার চাপান সম্ভব হয়েছে। ২১ ফেব্রুয়ারি দুপুরে শ্রমিকরা বাঁধটি বস্তাদিয়ে আটকে পানি বন্ধ করতে সক্ষম হয়।
২০২০ সালের ২০ মে পানি উন্নয়ন বোর্ডের কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ ভেঙে ইউনিয়নটি সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছিল। দীর্ঘ ৯ মাস ইউনিয়নের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও সহায় সম্বলহারা হয়ে মানবেতর জীবন যাপন করে এসেছে। এ সময় কয়েকবার বাঁধ নির্মাণের কাজ করা হলেও ক্লোজারে চাপান দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় ভেঙে বিস্তীর্ণ এলাকা আবারো কপোতাক্ষ নদের পানিতে একাকার হয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী সবশেষে বাঁধ বাঁধার কাজের তত্বাবধানের দায়িত্ব প্রাপ্ত হয়ে প্রায় দু’মাস একটানা কাজ করে বাঁধ রক্ষার চেষ্টা চালান। অবশেষে ২১ ফেব্রুয়ারি ক্লোজারে চাপান কাজ সম্পন্ন হয়েছে। এলাকার মানুষ এখন ক্লোজারের স্থানের দিকে তাকিয়ে বসে আছে। টেকসই বাঁধের দাবি এলাকাবাসীর একমাত্র দাবি হওয়ায় তারা সরকারের দিকে তাকিয়ে আছে কবে তারা টেকসই বাঁধের মুখ দেখতে পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন