শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা ভাবে ২০টি বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। গতকাল শুক্রবার দুপুরে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের যাত্রামুড়া কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কাউছার আলম পলাশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০টি অবৈধ গ্যাস সংযোগের মধ্যে ৫টি বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর বাকি ১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণীর দালালচক্র নি¤œমানের পাইপ দিয়ে লাইন স্থাপন করে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়েছেন। এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোমেন তালুকদার, শহিদুর রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, উপ-সহকারী প্রকৌশলী কাউছার আলম পলাশ, নূর ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন