শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাতিলাপাড়া এলাকার ভোঁয়া বাজারে গতকাল শুক্রবার সকালে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে মানিকগঞ্জ আধুনিক সদর হসপাতাল ও ৯ জনকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত বুধবার উপজেলার বরাঈদ এর পাতিলাপাড়া গ্রামের সামেজ আলীর পুত্র ইসমাইল (৪৫), স্থানীয় মাঘিরা বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় স্থানীয় দেইলা ভোঁয়া গ্রামের ইসহাকের ছেলে আরিফ হোসেনের (২৫), পায়ের আঘাতে জালের কিছু অংশ ছিঁড়ে যায়। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় চায়ের দোকানে ইসমাইলের সাথে আরিফের চাচা আশেক আলীর সাথে আরেক দফা হাতাহাতি হয়। পরে গতকাল শুক্রবার হাতাহাতি বিষয়টি দুই গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে সকালে ভোঁয়া বাজারের সামনে লাঠিসোটা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৫০জন আহত হয়। সংঘর্ষে আহত মোজাম্মেল (৪০), স্বপন আলী (২৬), জুলহাস (৩৫), সজিব (১৮), কালাচান (৬০), আলম (৭০), ফইজুদ্দিন (৫৫), মীর কাশেম (৩৫), সাদ্দাম (২৯) সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মারাত্মক আহত অবস্থায় এজোব আলী (৫০) নামের এক জনকে ১ জনকে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাটুরিয়ার বরাঈদ ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মারামারির ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেছি। এ ঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের মধ্যে বেশি আহত ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন