শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেন্টমার্টিনে পর্যটকের ভীড়: জাহাজ গুলো নিয়মনীতি মানছেনা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৬ পিএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এখন পর্যটকের উপচে পড়া ভীড়। প্রতি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে সেন্টমার্টিনে পর্যটকের এই ভীড় জমে থাকে।

এখন পর্যটন মৌসুমের প্রায় শেষ। ভ্রমণপিপাসুরা ছুটির দিনে সেন্টমার্টিনে ভ্রমণ করে শেষ সুযোগটা যেন কাজে লাগাতে ভীড় করছেন।

আগে ঢাকা-চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে কক্সবাজার এসে একদিন অপেক্ষা করে সেন্টমার্টিনে যেতে হত। এখন সেই ঝামেলার প্রয়োজন নেই।
বিভিন্ন পরিবহণ সংস্থার বাসগুলো এখন

সরাসরি টেকনাফ পর্যন্ত সার্ভিস দিচ্ছে। রাতের বাসে ভোরে টেকনাফ পৌঁছে সহজেই জাহাজে চড়ে সেন্টমার্টিন যাওয়া যায়। তবে আগেই বুকিং এর প্রয়োজন হয়।
এছাড়াও চট্টগ্রাম থেকেও সম্প্রতি একটি জাহাজ দীর্ঘ সাগর পাড়ি দিয়ে যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাচ্ছে।
ব্যাপক পর্যটক আগমনের এই সুযোগে ডজন খানেক জাহাজ টেকনাফ -সেন্টমার্টিন রুটে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছমত যাত্রী পরিবহণেরও অভিযোগ পাওয়া যাচ্ছে।

আজ শুক্রবার সেন্টমার্টিন ঘাটের দৃশ্য ছিল পর্যটকে ঠাসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন