শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বগুড়ায় পৃথক স্থানে ২ লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস

বগুড়ায় পৃথক দুটি ঘটনায় বগুড়া সদর ও নন্দীগ্রামে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বগুড়া সদরে নিশিন্দারা কারবালা নামক স্থানে একটি স্থানীয় মসজিদের পকুর থেকে মগলু (৫০) নামের এক রিক্সাচালকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের কারবালা মসজিদের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। মগলু দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মৃত মীর বক্সের পুত্র। সে বগুড়া সদরের গোদার পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পুকুরের ঘাটে লোকজন তাকে কাপড় ধৌতে দেখায় ধারণা করা হচ্ছে সম্ভবত কাপড় ধোয়ার পর গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। অন্য ঘটনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রেজাউল করিম (৩৫) নামে এক ব্যক্তি নৃশংস ভাবে খুন হয়। গতকাল শুক্রবার সকালে নন্দীগ্রাম - শেরপুর সড়কের কদমকুড়ি এলাকা থেকে ওই ব্যক্তির পুড়িয়ে দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেজাউল করিম একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে বগুড়ার আদমদিঘী উপজেলায় চাকরি করতো। তার বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামন পাড়ায়। পরিচয় সূত্রে সে নন্দীগ্রাম উপজেলার বিআরডিবি অফিসের সহকারী গ্রাম উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) জিল্লুর রহমানকে বেশ কিছু দিন আগে নিজ গ্রামের এক পরিচিতজনের চাকরির জন্য সাড়ে ৬ লাখ টাকা দিয়েছিলো। তবে প্রতিশ্রুতি অনুযায়ি ওই ব্যক্তির চাকরিও হয়নি আবার টাকা ফেরত দিতেও টালবাহানা করে আসছিলো জিল্লুর। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা আদায়ের জন্য রেজাউল নন্দীগ্রামে আসে। এরপর তার মোবাইল ফোন বন্ধ ছিলো। স্থানীয় বুরইল ইউনিয়নের কদমকুড়ি সংলগ্ন বেজিগাড়ি এলাকায় গতকাল শুক্রবার সকালে তার পোড়ানো লাশ পাওয়া যায়। গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর আগুন ধরিয়ে তাকে নৃশংস ভাবে পুড়িয়ে আলামত গায়েবের চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন