শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সোনাগাজীতে বসতঘরে হামলা, ভাঙচুর-লুটপাট

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের সিরাজ কন্ট্রাকটর বাড়ির অসহায় দিনমজুর সোহাগের বসত ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত শুক্রবার রাতে চোখের উপর লাইটের আলো যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি ওবায়দুল হকের ছেলে সেলিমের সঙ্গে সোহাগের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় সেলিম তার ১০-১২জন সহযোগী নিয়ে সোহাগের বসত ঘরে হামলা চালায়। এ সময় তাকে খুঁজে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার এক শতক জমির উপর নির্মিত বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা মোবাইল সেট ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ওই সময় আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এ ঘটনায় শনিবার রাতে সোহাগের খালা পরান বিয়া বাদী হয়ে সেলিমকে প্রধান আসামি করে তার পিতা ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন