বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে কবরস্থানের জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন ৫০টি বাঁশ কেটে কবরস্থানের জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আগারপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্ত বাচ্চু মিয়া জানান, তিনি কয়েক যুগ ধরে ১৬ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। ওই ১৬ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ জমি তাদের পারিবারিক কবরস্থান। একই এলাকার প্রতিপক্ষ মমতাজ উদ্দিন ১৬ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশের মালিক দাবি করে আসছেন। আদৌ তারা জমির প্রকৃত মালিক নয়। শুক্রবার সকালে প্রতিপক্ষ মমতাজ উদ্দিনের নেতৃত্বে বাবলু, সাইফুল, ইকবাল, সিরাজ উদ্দিনসহ তাদের লোকজন লাঠিসোটা নিয়ে জমি জবরদখল করতে যায়। এসময় পারিবারিক কবরস্থানে থাকা প্রায় ৫০টি বাঁশ কেটে নিয়ে ৪ শতাংশ জমি জবরদখল করে। জবরদখলের প্রতিবাদ করায় বাচ্চু মিয়া প্রাণনাশের হুমকি প্রদান করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে প্রতিপক্ষদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ইয়াবাসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২শ’ পিছ ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের অলি মোল্লার ছেলে ওয়াসিম ও হাসেম বেপারীর ছেলে মোজাম্মেল হক। পুলিশ জানায়, ওয়াসিম ও মোজাম্মেল হক চনপাড়াসহ আশ-পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২শ’ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন