শেরপুর জেলা সংবাদদাতা
ক্ষেতের ধান পাহাড়া দিতে এসে শেরপুরের সীমান্তবর্তী শ্রবরর্দী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও পাহাড়ি গ্রামের দুদু মিয়া (৫০) নামে এক কৃষক বুনো হাতির পায়ে পৃষ্ট হয়ে মারা গেছে। দুদু মিয়া ওই গ্রামের মৃত বক্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সীমান্তে হাতি তাড়াতে স্থানীয় কৃষকরা পালাক্রমে পহাড়া দেওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে একটি ধান ক্ষেতের টং ডেরা ঘরে পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়ে দুদু মিয়া। এসময় সীমান্ত অতিক্রম করে গভীর রাতে ভারতের গারো পাহাড় থেকে এক দল হাতি এসে তাকে পৃষ্ট করে এবং ক্ষেতের কচি ধান গাছ খেয়ে সাবার করে চলে যায়। পরে গতকাল শুক্রবার সকালে গ্রামের অপর এক কৃষক ক্ষেতের কাছে গিয়ে দেখতে পায় টং ডেরা ঘর ভেঙ্গে দুদু মিয়াকে পৃষ্ট করে রেখেছে। এ ঘটনায় স্থানীয় ইউএনও এবং রেঞ্জ কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন