চট্টগ্রামের রাউজানে মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে হৈলদিয়ায় নজিরীয়া বায়তুল আমান জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
এ সময় তিনি বলেন, মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই-নববী স্থাপন করেন। সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন।
মসজিদ পুর্ননির্মাণ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা মঞ্চ হলদিয়া ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান মোসলেহ উদ্দিন কাউছারের সঞ্চালনায় বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা ইদ্রিছ আনসারী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর, ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী হাসান মুরাদ রাজু, সাংবাদিক এম বেলাল উদ্দিন, ডাক্তার নেজাম উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন