শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নকল করার অভিযোগে ৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল রোববার এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রে নকলের অভিযোগে ৯ জন ছাত্রকে বহিষ্কার ও ছাত্রদের নকলের সহযোগীতার অভিযোগে ২ জন শিক্ষককে পরীক্ষা নেয়া হতে বিরত রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক জানান, মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে (পরীক্ষা কেন্দ্র-বি) ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালীন নকল করার সময় ৯ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার ২ জন শিক্ষককে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন