শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই ইমো প্রতারক আটক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ইমু প্রতারণা করে প্রবাসে বসবাসকারী বাংলাদেশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের প্রতারক চক্রের দুই সদস্য আরিফ (১৯) ও চঞ্চল (১৮)-কে আটক করেছে পুলিশ।

গত শনিবার ভোরে লালপুর থানার এসআই কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিলমাড়িয়া ইউপির নওপাড়া বাজার হতে তাদের আটক করে। আটককৃত আরিফ বিলমাড়িয়া ইউপির সুলতানপুর গ্রামের আসাদের ছেলে ও চঞ্চল একই এলাকার ফিরোজ আলীর ছেলে।
এসআই কৃষ্ণ মোহন সরকার জানান, লালপুরের বিলমাড়িয়া ইউনিয়ন বর্তমানে ইমো প্রতারক চক্র এলাকা হিসেবে পরিচিত হয়েছে। এই চক্রটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইমো ব্যবহার করে তাতে পর্ণো ছবি ও ভিডিও সংরক্ষণ করে তা দিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে তাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে নাটোর জেলা কারাগারে প্রেরণের মাধ্যমে অপরাধ নির্মূলের শুভ সূচনা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন