শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জামালপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

জামালপুরে সামিয়া আক্তার (১৩) নামে এক তরুণীর গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী শহরের পাথালিয়া গ্রামের সফুর মিয়ার মেয়ে। সে শাহজামাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে শহরের মনিরাজপুর জামতলী এলাকায় একটি মেহগনি বাগান থেকে এ তরুণীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গতকাল ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে যে এটা হত্যা নাকি আত্মহত্যা। তিনি আরো জানান, মেয়েটি দুই মাস আগে থেকে তার বাসায় থাকে না। সে কোন বাসায় থাকতো কোথায় তা এখনও জানা যায়নি। তবে এই বিষয় নিয়ে তদন্ত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন