শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলম্বিয়ায় ফার্কের ১০ সদস্য নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণপ‚র্ব কলম্বিয়ার সাবেক ফার্ক বিদ্রোহী গ্রæপের ভিন্নমতাবলম্বীদের একটি ঘাঁটিতে সামরিক বাহিনীর বোমা হামলায় ১০ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি স‚ত্র একথা জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো টুইটার বার্তায় বলেন, সামরিক অভিযান চালিয়ে ফার্কের ১৩ ভিন্নমতাবলম্বীকে ‘প্রতিরোধ’ করা হয়েছে। এসব ভিন্নমতাবলম্বী কলম্বিয়ার ২০১৬ সালে করা শান্তি চুক্তি থেকে নিজেদের দ‚রে রেখেছে। আর এই চুক্তির মাধ্যমে অর্ধ শতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে এবং ওই বছর ফার্ক গেরিলাদের নিরস্ত্র করা হয়। তবে কখন এ সামরিক অভিযান চালানো হয় সে ব্যাপারে মোলানো কিছু বলেননি। এক স‚ত্র জানিয়েছে, এ অভিযানে ১০ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। কলম্বিয়ার দক্ষিণপ‚র্বাঞ্চলের একটি বনভ‚মি কালামার পৌরসভা এলাকায় এ বোমা হামলা চালানো হয়। সেখানে সাবেক ফার্কের ভিন্নমতাবলম্বীরা এখনো তৎপর রয়েছে। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন