মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। পল্লী বিদ্যুতের ঘন ঘর লোডশেডিংয়ে যুবসমাজ ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসী। এই আছে, এই নেইÑ বিদ্যুতের এমন খেলা শুধু একদিনের নয়, প্রতিদিনের। শহরে লোডশেডিং কম থাকলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ ভোগান্তি চরম আকারে ধারণ করেছে। স্কুল, কলেজপড়–য়া ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘœ ঘটছে। গড়ে ৪/৫ ঘণ্টা বাদে বাকি সময় বিদ্যুৎ না থাকায় কলকারখানা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। একদিকে অসহনীয় গরম, অপরদিকে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের মতে, কোনো উন্নয়নশীল দেশে এ রকম লোডশেডিং নজিরবিহীন। অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে আমরা পূর্ব প্রস্তুতি থাকতে পারি। এ অবস্থায় লোডশেডিং চলতে থাকলে বিদ্যুৎ সংযোগ না থাকাই ভালো। লোডশেডিং চরম আকার ধারণ করার ফলে বিপাকে পড়েছেন সাংবাদিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি বা বাতাসের আভাস পেতে না পেতেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সার্ভিস বন্ধ করে ফেলে। অফিসে ফোন করলে প্রতিদিনই থাকছে কোনো না কোনো সমস্যা বা অজুহাত। মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রান্ত জানান, প্রায়ই সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। এতে করে লেখাপড়া ব্যাহত হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন