পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে বালু ভর্তি একটি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার এগারসিন্দুরের থানাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, উপজেলার ব্রহ্মপুত্র নদীর মির্জাপুর এলাকার করুনাখালী ঘাট, বাহাদিয়া পাঠান বাড়িঘাট ও ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ব্রীজের নিচ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এমন খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাকসহ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনগর এলাকার ড্রাইভার হাদিউল ইসলাম (২২), হেলপার এমরান (১৮)সহ বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় একই এলাকার রফিকুল ইসলাম রবি (২২) ও আশরাফুলকে (২৪) আটক করে থানায় নিয়ে যায়। পরে বালু ভর্তি ট্রাকটি থানায় আটক রেখে ড্রাইভারসহ অপরদের ছেড়ে দেয় পুলিশ। ট্রাকের মালিক কাপাসিয়া উপজেলার ঘোষাকান্দা গ্রামের ইসলাম উদ্দিন পুলিশকে ম্যানেজ করে থানা থেকে ট্রাকটি ছাড়িয়ে নিতে জোর চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন