শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুর্বৃত্তের আগুনে গোখাদ্য পুড়ে ছাই পার্বতীপুরে

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

পার্বতীপুরে অগ্নিকান্ডের ঘটনায় গোখাদ্য খড় (কাড়ি) ব্যবসায়ীর পুজে দুবৃর্ত্তদের অগ্নি সংযোগে ভ‚ষ্মীভৃত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মন্মথপুর ইউনিয়নের কালীরডাঙ্গা এলাকার রিয়াজুল ইসলামের কাড়ির পুজে ও ঘরে অগ্নিকান্ডে ঘটনায় ঘটে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্রয় করা কাড়ির পুজে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। তাজনগর কালীরডাঙ্গা গ্রামের কাড়ি ব্যবসায়ী রিয়াজুল ইসলাম গো-খাদ্যর জন্য আপদকালীন সময়ের জন্য মজুদ করে রেখেছিল। কাড়ি ব্যবসায়ী রিয়াজুল জানান, পূর্বের শত্রুতার জের ধরে আমার এ সর্বনাশ করেছে দুর্বত্তরা।

অগ্নিকান্ডের ঘটনায় পার্বতীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ট করে। গতকাল রোববার দুপুরে দুর্বৃত্তদের নামে পার্বতীপুর থানায় একটি মামলা হয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ চান ক্ষতিগ্রস্ত রিয়াজুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন