শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাজাপুরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে ২০ হাজার টাকা উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। এর পূর্বে রাজাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল রোববার সকাল ১০টা আলোচনা সভা হয়। রাজাপুর উপজেলা আ.লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা এড. এ এইচ এম খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়্যারম্যান জিয়া হায়াদার খান লিটন, মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খলিফা, মো. মুনসুর আহম্মেদ, মো. নাজিম উদ্দিন মোল্লা, মো. আলতাফ হোসেন, মো. বজলুর রহমান, সাংবাদিক দুলাল সাহা, মুক্তিযোদ্ধা প্রজন্ম আহবায়ক মো. জালাল আহম্মদ, মুক্তিযোদ্ধা সন্তান মো. সুমন সিকদার বক্তব্য রাখেন।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী। দোয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন