শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১২ মাসে ১২টি সিনেমা নির্মাণ করবেন ডিপজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ৩:২৮ পিএম

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও সমান সফল। এবার এই অভিনেতা ঘোষণা দিলেন ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণ করবেন। শুধু তাই নয়, ইতোমধ্যে দুটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি।

‘অমানুষ হলো মানুষ’ এবং ‘বাংলার হারকিউলিস’ নামের সিনেমা দুটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। প্রতি মাসের ১৬ তারিখ থেকে ডিপজল নতুন সিনেমার কাজ শুরু করেন। গত মাসের ১৬ তারিখ শুরু করেছিলেন ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং। একটানা শুটিং করে গত সপ্তাহে ক্যামেরা ক্লোজ করেছেন। আসছে ১৬ মার্চ থেকে শুরু হবে আরেকটি সিনেমার কাজ।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে আমি প্রায় এক ডজন সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছি। সব প্রস্তুতি শেষে এখন সেগুলোর কাজ শুরু করেছি।’

সিনেমার যে দুর্দশা চলছে, কাটিয়ে উঠতে ভালো গল্পের নতুন সিনেমা প্রয়োজন। একের পর এক সিনেমা মুক্তি দিলে স্থবির হওয়া চলচ্চিত্র চাঙ্গা হয়ে উঠবে। কর্মহীন সিনেমার মানুষ কাজের সুযোগ পাবে জানিয়ে ডিপজল বলেন, ‘২০০৬ সালে চলচ্চিত্র যখন অশ্লীল সিনেমার আগ্রাসনে নিমজ্জিত তখন ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’সহ একের পর এক গল্পসমৃদ্ধ সুস্থ ধারার সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। দেখা গেল, চলচ্চিত্রে ঘুরে দাঁড়াচ্ছে। অশ্লীল সিনেমা এড়িয়ে সুস্থ ধারার সিনেমা মানুষ গ্রহণ করছে। ফলে আমি মনে করি, চলচ্চিত্রের দুর্দশ কাটাতে কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে ভালো গল্পের সিনেমা নির্মাণ করতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন