রামগঞ্জ (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : রামগঞ্জ উপজেলার শামপুর দায়রা শরীফের ৬ দিনব্যাপী ১৫৭তম ওরশ মাহফিল আজ মঙ্গলবার বিকেল থেকে শুরু হবে। শামপুর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা আলা হযরত কুতুবে আলম, গাউসে আজম, জীন্দাপীর সাইয়্যেদেনা তাজেদারে আশেকা শাহ সুফী জকিউদ্দীন হোসাইনী বাবা শাহপুরী (রাঃ)-এর ওরশ শরীফে প্রতি বছরের ন্যায় দেশ-বিদেশ থেকে হাজার-হাজার আশেকান, মুরিদান সোমবার দায়রা প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। দায়রা শরীফের খাদেমুল ফোকারা মাওঃ সাইয়্যেদ গোলাম সাখজারী সাবের হোসাইনী জানান, ওরশ ১৯ জানুয়ারী মঙ্গলবার শুরু হবে ২৪ জানুয়ারী রোববার শেষ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন