শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইফস্টাইল

রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা? কয়েক চামচ দুধই যথেষ্ট

ফেরদৌসী রহমান | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০২ এএম

দুধের গুণ নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। তা পেটেই খান বা ত্বকেই লাগান। পেটে খেলে শরীরের নানা উপকারিতা নিয়ে পরিবারের সকলেই আলোচনা করে থাকেন। কিন্তু সেই দুধ যদি নিয়মিত ত্বকে লাগানো যায় তবে তা থেকে ত্বকের জেল্লা ফিরে আসে অনেকাংশে

আগের থেকে মুখ হয়ে ওঠে অনেক বেশি কমল। কেটে যায় বয়সের ছাপ। তাই এই টিপস মাথায় রাখা প্রয়োজন।

জানুন কী কী উপায় দুধ আপনার ত্বককে সুন্দর করে তুলবে:
এই গুণগুলো হাতে নাতে প্রমাণ পেতে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বিষয়।
দুধ দিয়ে প্যাক বানিয়ে তা মুখে মেখে নিন। সঙ্গে রাখুন বেসন, মুলতানি মাটি। এই মিশ্রণটি মুখে কুড়ি মিনিটের জন্য লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের জেল্লা ফিরবে।
কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। তাতে সামান্য পরিমাণে মধু মিশিয়ে নিয়ে তা মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তার পর ধুয়ে ফেলুন।

দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে নিন, এবার এই মিশ্রণটি কুড়ি মিনিট মুখে মেখে রাখুন। তারপর তা ধুয়ে ফেলুন। এতে ত্বক কোমল হয়ে যাবে।

কাঁচা দুধের সঙ্গে আভোকাডোর এক চতুর্থাংশ মিশিয়ে নিন। এবার এটাকে দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ফল নিজেই বুঝতে পারবেন।
দুধের সঙ্গে আমন্ড মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। ত্বককে ভালো রাখতে এই মিশ্রণটি খুবই উপাদেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন