হাজার হাজার ভক্ত, রাজনৈতিক অনুসারী ও নেতাকর্মীদের কাঁদিয়ে শেষ বিদায় নিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। শুক্রবার বিকেলে নিজ বাড়ীর আঙ্গিনায় দাফনের মাধ্যমে সকলের প্রিয় এই নেতাকে শেষ বিদায় জানান নেতাকর্মীরা। এ সময় নুরপুরের আকাশ বাতাস কান্নার শব্দে ভারি হয়ে উঠে। এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এর আগে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নামাজের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়।
দুপুর ১২ টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিপ্যাডে করে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে লাশ বহনকারী হেলিপ্যাড অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেয়া হয়। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন