শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা

বগুড়ার সান্তাহারে পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটের পরদিন বৃহস্পতিবার দুপুরে শহরের মিনি বাস ষ্ট্যান্ড এলাকার বিশ্বনাথ শিলের বন্ধ থাকা সেলুনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওগাঁ থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রেণে আনেন। এ বিষয়ে দোকান মালিকের সাথে কথা বল্লে ভয়ে কাউকে দোষ না দিলেও তিনি বলেন ধানের শীষে দেওয় তার দোকান পুড়িয়ে দেওয়া হয়। অপরদিকে গত শনিবার এক আওয়ামী লীগ নেতা একই এলাকার রাসেদুলের লেপ তোশকের দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে। শহরের তিয়র পাড়ার আলহাজ নজরুল ইসলামের ছেলে দোকান মালিক রাসেদুল এ অভিযোগ করেন। রাসেদূল বলেন, আমি ধানের শীষের ভোট করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আসলাম সিকদার আমার দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং সে কয়েক জনকে সাথে এনে নিজে আগুন ধরে দেয়। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আসলাম সিকদার বলেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা, এদিন আমি শহরেই ছিলাম না। দোকান মালিক জামায়াত করে বিধায় আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ করেছেন। এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন ঘটনাটি আমার জানা নেই আমার দলের লোকজন এরকম ঘটনা ঘটাতে পারেনা তবে প্রমান হলে তার ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন