বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিটা আশাশুনি উপজেলায় ঋশিল্পীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল রোববার সকাল ১০টায় তিনি উপজেলার বুধহাটায় ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করেন।
বুধহাটায় ঋশিল্পী প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে আসছে। রাষ্ট্রদূত সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রতিবন্ধীদের সাথে কথা বলেন। এসময় ঋশিল্পীর প্রেসিডেন্ট মনিকা তজি, ঋশিল্পীর পরিচালক ভেনসন জে ফ্লাকুনে, প্রোগ্রাম অফিসার ডা. মেহদী হাসান, সেন্টারের পরিচালক ও ফিজিও থেরাপিস্ট ডা. শংকর ঢালী এবং আশাশুনি থানার ওসি গোলাম কবির উপস্থিত ছিলেন। সিবিআর সেন্টার পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাতক্ষীরা সদরের ফয়জুল্লাপুরে ঋশিল্পী কেন্দ্র পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন