শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৬ বসতঘর ভস্মীভূত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

মীরসরাইয়ে ছয়টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মনু ভূঁইয়াপাড়া এলাকার ছেরু হাফেজ বাড়িতে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১২টায় প্রথমে ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহানে ছয়টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় ৬ পরিবার।

ক্ষতিগ্রস্তরা হলেন, শাহ আলম, মো. রবিন, মো. নুরুল ইসলাম, মো. সাদ্দাম, মো. নিজাম, সৈয়দুল হক। তাদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহফুজুল হক মনা জানান, আবু তোরাব বাজারের নাইট গার্ড হতদরিদ্র ছৈয়দুল হকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মীরসরাই ফায়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমাম হোসেন জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাত ১২.৪৫টায় খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে হতদরিদ্র পরিবারগুলো কিছুই বাঁচাতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন