মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিয়ানীবাজারে স্কুল পড়ুয়া কিশোরী খুন, অভিযুক্ত যুবক আটক

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৮:৫৩ পিএম

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গলা গ্রামে স্কুল পড়ুয়া তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় জানান, ঘটনার পর থেকে আসামী যাতে বিয়ানীবাজার এলাকা ত্যাগ করতে না পারে সে জন্য সম্ভাব্য সকল এলাকায় সোর্স নিয়োগ করেন। সারাদিন পাহারা দেয়ার পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আংগারজুর এলাকা ঘেরাও দিলে আসামী একটি ঘরে আশ্রয় নেয়। পুলিশ পরে তাকে আটক করতে সক্ষম হয়। আসামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

জানাজায় মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় যুবক নাজিম উদ্দিন (২১) তরুণীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়সহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

নিহত তরুণী নাজমিন আক্তার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে বালিঙ্গা গ্রামের সামসুল হক চৌধুরীর পালিত কন্যা। স¤প্রতি তার বিয়ের কথাবার্তা চলছিলো বলে পারিবারিক স‚ত্রে জানা গেছে। ঘটনার পর নাজিম উদ্দিন খেয়াঘাট এলাকা দিয়ে পালিয়ে যায়। কাকরদিয়া এলাকার জনৈক ব্যক্তি বলেন, খেয়াঘাটের নৌকা দিয়ে পালানোর সময় কুশিয়ারা নদীর কাকরদিয়া এলাকায় আসার পর সে নদীতে ঝাঁপ দেয়। উপস্থিত লোকজন ঘটনা বোঝার আগেই সাঁতার কেটে পালিয়ে যায়। নাজিম উদ্দিনের বাড়ি বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর এলাকায় হলেও সে পরিবারের সাথে দীর্ঘদিন থেকে নানার বাড়ি বালিঙ্গায় বসবাস করতো। এদিকে সন্ধ্যায় সে অপ্রকৃগ্রস্থ অবস্থায় আংঙ্গারজুর এলাকায় ঘুরাফিরা করতে দেখে এলাকাবাসী তাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, মৃত আব্দুল খালিকের পুত্র নাজিম উদ্দিন দুই বছর পূর্বে নাজমিনকে উক্তত্য করতো। এ বিষয়টি পারিবারিকভাবে নিষ্পতি হয়েছিলো। মঙ্গলবার সকালে নাজিমকে গৃহস্তালি কাজ করতে দিয়ে স্ত্রীকে নিয়ে সামসুল হক চৌধুরী নিজেদের নতুন বাড়ি দেখতে যান। বাড়ি একা পেয়ে নাজিম ঘরে ভেতর টিভি দেখতে থাকা নাজমিনের ঘাড়ে একাধিক কুপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

থানার ওসি হিল্লোল রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজিম জানিয়েছে, সে ক্ষোভের বশবর্তী হয়ে খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ওসি জানান, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন