কুড়িগ্রামের রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় হোসেন কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয় । পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন, তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এবিষয়ে রৌমারী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষাক্ত সাপ কাটছিল,ফলে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন