শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় অধ্যক্ষ আরিফের ব্যতিক্রমধর্মী আয়োজন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৬:৩৬ পিএম

গাছ জনগনের সবচেয়ে বড় বন্ধু, সেই ভাবনায় বৃক্ষরোপন করে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন অধ্যক্ষ আরিফ। দেশের তথা মানুষের কল্যানে তিনি প্রায়ই এ ধরনের ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেন। এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নওগাঁর মহাদেরবপুরের রাইগাঁ ডিগ্রি কলেজে বৃক্ষরোপনের আয়োজন করেন। দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও কেক কাটা হয়। এরপর কৃষ্ণচুঁড়া গাছের চারা রোপন করেন অধ্যক্ষ আরিফুর রহমান ও অন্যান্যরা।

উল্লেখ্য, সবুজের ফেরিওয়ালা নামে খ্যাত অধ্যক্ষ আরিফ ঐতিহাসিক ৭ই মার্চেও এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন। মুজিববর্ষে তিনি নিজ উদ্দোগে এলাকার রাস্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও খাস জমিতে হাজার হাজার গাছের সারি গড়ে তুলেছেন। তার এই সবুজায়ন ব্যাপক সাড়া জাগিয়ে এলাকায়। আগামীতে এই কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন