কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল সোমবার দুপুরে বাল্যবিবাহ নিরোধ ও জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, ইমাম, খতিব, কাজী, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)’র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক, কিশোরগঞ্জ মো. আজিমুদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা ইউএনও অফিসের নাজির মো. রাফিউল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত, ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মুর্শিদ উদ্দিন আহমেদ, উছমানপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নিজাম কারী, ওসি চৌধুরী মিজানুজ্জামান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন