শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুমিল্লা উত্তর আওয়ামী লীগে জেলা পরিষদ নির্বাচনের তৎপরতা ও তৃণমূলের ভাবনা

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা

কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলার ৭টি উপজেলা রাজনৈতিক ও উন্নয়নের দিক থেকে অবহেলিত। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দুবার শাসনামলে এ অঞ্চলে কোনো মন্ত্রী ছিলেন না, এখনো নেই। কুমিল্লা দক্ষিণে আওয়ামী লীগের দুই মেয়াদেই মন্ত্রী ছিলেন, এখনো আছে। অথচ এদিক থেকে কুমিল্লা উত্তর অনেক পিছিয়ে। এই ৭টি উপজেলার আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের এখন একটাই প্রাণের দাবি হয়ে উঠেছে, আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ত্যাগী জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকারকে মনোনীত করার। তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাদের এ দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন। সপ্তাহখানেক যাবৎ কুমিল্লা উত্তরের উপজেলাগুলোর দলীয় সভা-সমাবেশগুলোতে ও এলাকায় গণসংযোগকালে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে এ দাবি উঠে আসছে। তৃণমূল নেতৃবৃন্দ বলছেন, আমাদেরকে রাজনৈতিকভাবে দেখভাল করার জন্য একমাত্র অভিভাবক জাহাঙ্গীর আলম সরকার। দলের প্রতিটি ক্রান্তিকালে তিনিই তৃণমূল নেতাকর্মীদের আগলে রেখেছেন। ওয়ান-ইলেভেনের সময় বহু নেতা এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে থাকলেও জাহাঙ্গীর আলম সরকার তখন তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতারা বলছেন, আমাদের এই ৭টি উজেলায় কোনো মন্ত্রী নেই। ফলে আমরা নেতাকর্মীরা সবদিক থেকেই অবহেলিত। আমাদের রাজনৈতিক অভিাভবক নেই বলেই আমরা কোনো উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে পারছি না। অথচ আমাদের দল ক্ষমতায়। তারা ত্যাগী পোড়খাওয়া জেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম সরকারকে আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। নেতৃবৃন্দ বলছেন, কুমিল্লা দক্ষিণ জেলায় মন্ত্রী আছেন। অন্তত জেলা পরিষদের চেয়ারম্যান পদটা পেলেই এ অঞ্চলের নেতাকর্মীদের একটা ঠাঁই মিলবে আর রাজনৈতিক হতাশা অনেকটা কেটে যাবে। তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী বলেছেন, আসলেও আমাদের অঞ্চলে রাজনৈতিক অভিভাবকের দরকার। তাই আমরা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা উত্তর থেকে দলীয় মনোনয়ন দাবি করছি। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসেম সরকার বলেছেন, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি আলহাজ জাহাঙ্গীর আলম সরকারকে দলীয় মনোনয়ন দিতে তৃণমূল নেতাকর্মীদের জোর দাবি। কেননা জাহাঙ্গীর আলমের নেতৃত্ব তৃণমূলের শিকড় পর্যন্ত বিস্তৃত। তিতাস উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মহসীন ভূইয়া বলেছেন, এখানে দলীয় কোনো রাজনৈতিক অভিভাবক নেই, কোনা মন্ত্রী নেই। আমাদের এখন প্রাণের দাবি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা থেকে তৃণমূলের সুখ-দুঃখের সাথী আলহাজ জাহাঙ্গীর আলম সরকারকে দলীয় মনোনয়ন দেয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন