ফটিকছড়িতে মুজিববর্ষের উপহার হিসেবে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ৩৮৫ প্রকল্প একযোগে উদ্বোধন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় এমপি ও ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এ প্রকল্পসমূহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফটিকছড়ির ইউএনও মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ত্বরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।
বক্তব্য রাখেন, ফটিকছড়ি মেয়র মো. ইসমাঈল হোসেন, নাজিরহাট মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ, দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ প্রমুখ।
পৌরসভা ও ইউনিয়নওয়ারী প্রকল্পে অর্থের পরিমাণ হচ্ছে- ফটিকছড়ি পৌরসভা ৯ কোটি ৮৫ লাখ ১২ হাজার ৮৪৪ টাকা। নাজিরহাট পৌরসভা ৪৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৬৩৬ টাকা। বাগানবাজার ইউপি ৫১ কোটি ১১ লাখ ৭০ হাজার ৭২ টাকা। দাঁতমারা ইউপি ৮৫ কোটি ৭০ লাখ ১১ হাজার ৯৬২ টাকা। নারায়ণহাট ইউপি ৬০ কোটি ৫০ লাখ ১১ হাজার ৪ টাকা। ভূজপুর ইউপি ৪৫ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। হারুয়ালছড়ি ইউপি ৩৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। পাইন্দং ইউপি ৩৭ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ৭৮৪ টাকা। কাঞ্চননগর ইউপি ৩২ কোটি ৫১ লাখ ২২ হাজার ১৪৪ টাকা। সুন্দরপুর ইউপি ১৫ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা। সুয়াবিল ইউপি ৮ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। লেলাং ইউপি ৭০ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা।
নানুপুর ইউপি ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। রোসাংগিরী ইউপি ৭০ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা। বখতপুর ইউপি ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। জাফতনগর ইউপি ৫৫ লাখ ৩৫ হাজার টাকা। ধর্মপুর ইউপি ৫৮ লাখ ৫০ হাজার ৩৪২ টাকা। সমিতিরহাট ইউপি ৯ কোটি ৮০ লাখ ৪৪ হাজার টাকা। আব্দুল্লাহপুর ইউপি ৩০ লাখ ২৯ হাজার। খিরাম ইউপি ৬ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা এবং সড়ক ও জনপথ বিভাগের ৬ প্রকল্পের ১ হাজার ৫শ’ ২১ কোটি ৫৬ লাখ টাকাসহ পাউবো জনস্বাস্থ্য প্রকৌশল প্রাথমিক শিক্ষা কৃষি অধিদফতরের প্রকল্প সমূহ রয়েছে। এছাড়াও উপজেলা শিশুপার্ক এবং ৪নং উপজেলা গেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন