সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরার খাল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

‘প্রাণসায়ের খাল, সাতক্ষীরার প্রাণ’ এই সেøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সভাপতি ড. দিলারা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, অধ্যাপক আনিছুর রহিম, প্রফেসর আব্দুল হামিদ, ডা. সুশান্ত ঘোষ, তৈয়েব হাসান বাবু, জেন্ডার প্রকল্পের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের প্রাণ প্রাণসায়ের খালটি এখন মৃত প্রায়। বর্তমানে প্রাণসায়ের খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। অব্যাহত রয়েছে অবৈধ দখলও। প্রাণ সায়ের খালের প্রাণ যায় যায় অবস্থা। তাই এ খালটির প্রাণ ফিরিয়ে আনতে এবং জনগণের জন্য একটি পরিবেশবান্ধব শহর নিশ্চিত করতে হলে প্রাণ সায়ের খালটি রক্ষা করা খুবই প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন