শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) থেকে

রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক পাহাড়ি এলাকায় পানির ভূগর্ভে পাথর থাকায় অগভীর নুলকূপ স্থাপন করা যাচ্ছে না। অনেক গ্রামে আর্থিক সমস্যার কারণে গভীর নলকূপ স্থাপন হচ্ছে না। এ ছাড়া সরকারিভাবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে রাঙ্গুনিয়ায় জনবলের চাহিদার তুলনায় বরাদ্দ কম। গভীর নলকূপ স্থাপন করতে প্রায় লাখ টাকার উপরে খরচ পড়ছে। বিশুদ্ধ পানি সংকটের কারণে ইসলামপুর, রাজানগর, দক্ষিণ রাজানগর, চন্দ্রঘোনা, বেতাগী, সরফভাটা, পোমরা, হোছনাবাদ, পদুয়া ও পৌরসভা এলাকায় কমপক্ষে ৫ হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানির কষ্ট পাচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ উল্লিখিত ইউনিয়নগুলোতে পানি সংকটের কথা স্বীকার করেছে। পর্যাপ্ত ব্যয় বরাদ্দ না থাকায় সুপেয় পানির শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না বলে অফিস সূত্রে জানা গেছে। সূত্র জানায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ৫ লাখ মানুষের বসবাস। এসব ইউনিয়নের অতি দুর্গম পাহাড়ি এলাকায় শত শত পরিবার বসবাস করে। পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপনে নানা জটিলতায় পড়তে হয়। অনেক স্থানে নলকূপ স্থাপন করতে গেলে পানির ভূগর্ভে একজাতীয় পাথর থাকায় তা অসম্ভব হয়ে পড়ছে। যেখানে সম্ভব হচ্ছে পানির ব্যবস্থা করার চেষ্টা করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় সরকারিভাবে ২০১৪-১৫ অর্থবছর ৩৫টি, ২০১৫-১৬ অর্থবছর ২৮টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ২৯টি গভীর নলকূপ বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থবছরে অনুমোদন পাওয়া গভীর নলকূপগুলো বিতরণ করা হবে। একটি গভীর নলকূপ স্থাপনে উপকারভোগীদের ৭ হাজার টাকা জমা দিয়ে বাকি যা খরচ হয় তা সরকারিভাবে ব্যয় করা হচ্ছ। একটি নলকূপ স্থাপনে সরকারের লাখ টাকার উপরে খরচ হয় বলে জানা গেছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অফিস সহকারী জনপ্রিয় বড়–য়া বলেন, সরকারিভাবে যা বাজেট বরাদ্দ হয় তা আমরা প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে বিতরণ করে থাকি। পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগত করা হয়েছে। বাজেট পাওয়া গেলে দুর্গত এসব এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন