কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ক্ষতিকর ইনজেকশন ও ক্ষতিকর খাবার খাইয়ে যাতে খামারিরা পশু মোটাতাজা করতে না পারে সে মতে মাদারীপুরের কালকিনিতে প্রায় দুই শতাধিক গরুর খামারকে নজরদারিতে রেখেছে মাদারীপুর জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর। আর এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খামারে খামারে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তারা। এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হুমায়ূন কবির বলেন, ‘ক্ষতিকর পন্থা এড়িয়ে স্বাস্থ্যসম্মতভাবে সহজ পদ্ধতিতেও পশু মোটাতাজা করা যায়। আর আমরা খামারে খামারে অভিযান চালিয়ে খামারিদের ক্ষতিকর পন্থা বর্জন করে স্বাস্থ্যসম্মত পন্থায় পশু মোটাতাজাকরণের পরামর্শ প্রদান করে আসছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন