বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এক ষাঁড়ের দাম ২০ লাখ টাকা

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামে কোরবানীতে বিক্রির জন্য সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা একটি ষাঁড় এর দাম চাচ্ছে ২০ লক্ষ টাকা। উপজেলার দেলুয়া গ্রামের খাইরুলের স্ত্রী পরিস্কার বেগমের এই ২০ লাখ টাকার ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় উৎসুক মানুষের। সাটুরিয়া উপজেলা ছাড়াও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আসছে মানুষ ষাঁড়টি দেখতে। উৎসুক মানুষ ছাড়াও গরু ব্যবসায়ীরা আসছে ষাঁড় দেখতে আর কিনে নিতে দামাদামি করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, পরিস্কার বেগম ও তার কন্যা ইতি আক্তার মূলত এ ষাঁড়টি সাড়ে ৩ বছর ধরে লালন পালন করে আসছে। পরিস্কার বেগম জানায়, তার ষাঁড়টিকে লক্ষ্মী বলে ডাকলে কথা বেশি শুনে, রাগ উঠলে নলকুপের ঠান্ডা পানি শরিলে ছিটিয়ে দিলে সে শান্ত হয়ে পড়ে। তার স্বামী খাইরুল ইসলাম তাদের জন্য বাজার থেকে চাউল কিনতে ভুলে গেলেও লক্ষ্মীর জন্য আঙ্গুর, কমলা ও মালটা আনতে ভুল করেন না। প্রতিদিন ফল খাওয়ান প্রায় ৩-৪শ’ টাকার। ইতি আক্তার জানায়, সে ছাড়া কেউ তার ষাঁড় লক্ষ্মীকে শান্ত করতে পারে না, একে বিভিন্ন রকমের দেশীয় খাবার খাওয়ান। লক্ষ্মীকে তিন বেলা বড় ধরনের খাবার খাওয়াতে হয়। চিড়া, ছুলা, গুড় ও ভুষি পানিতে ভিজিয়ে রাখেন এর পর মিষ্টি লাউ, কুমড়া কেটে সিদ্ধ করে সব একত্র করে তিন বেলা খাওয়ান। খাইরুল ইসলাম জানায়, লক্ষ্মীর মা তার জন্মের এক মাস ২২ দিন পর মারা যায়। পড়ে নিজের সন্তানের মতো করে লালন করতে থাকি। সাড়ে তিন বছর ধরে আমার স্ত্রী ও কন্যা ইতি তিনজন মানুষ ওর পিছনে পরিশ্রম করে আজকে পর্যন্ত নিয়ে আসছি। গত এক বছর প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ হচ্ছে ওর পিছনে। বর্তমানে তিনি এ ষাঁড়টির দাম চাচ্ছেন ২০ লক্ষ টাকা। তবে কোনো ভাল মানুষ কোরবানি দিলে কোনো মাধ্যম (গরুর দলাল) ছাড়া আসলে দাম কিছুটা কমাবেন। সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের মিশ্রকী মো: শাজাহান মিয়া জানায়, এ ষাঁড়টিকে কোনো প্রকার মোটা তাজাকরণ ওষুধ সেবন ছাড়াই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। এ ষাঁড়টি উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, লম্বা ৯ ফিট, ভেড় ৬ হাত আমাদের হিসাব অনুযায়ী সর্ব নিম্নতম ওজন হবে ২৭ মন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন