কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কাপ্তাইয়ে পাহাড়ি গরুর কদর বেশি। ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। একবার দাম শুনে দ্বিতীয়বার ক্রেতারা আর গরুর পাশে যায় না। পবিত্র কোরবানিকে সামনে রেখে কাপ্তাই নতুনবাজার আনন্দমেলা ঘাটে ইতোমধ্যে পাহাড় থেকে প্রচুর গরু বিক্রয় করার জন্য আনা হয়েছে। প্রভাবশীল ও অন্যান্যদের মধ্যে পাহাড়ি গরুর কদর বেশি। ক্রেতা মিজানুর রহমান ও আবু বক্কর ছিদ্দিকের নিকট জানতে চাইলে বলেন, পাহাড়ি গরু সবসময় পাহাড়ের থেকে ন্যাচারাল খাবার খায়। এ গরুর মধ্যে ভেজাল একদম কম বা মোটাতাজাকরণ কোন ধরনের ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয় না বলে মন্তব্য করা হয়। এদিকে কাপ্তাই হাটে গরুর দাম বেশি হওয়ার দরুণ অনেক ক্রেতা বাহিরে যেয়ে গরু ক্রয় করে আনছে। গরু বিক্রেতা আবুল কালাম তার একটি গরুর দাম দিয়েছে একলাখ বিশ হাজার টাকা। তিনি জানান, ক্রেতারা দাম হেঁকেছেন একলাখ আট হাজার টাকা তবে তিনি বিক্রয় করেনি বলে জানান। অন্যান্য স্বালভিত্ত লোকেরা বলেন, এ বছর হয় তো এত দাম দিয়ে কোরবানি করা হবে না। তবে গরুর মাঠ ঘুরে দেখা যায় ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন