বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তুলাবাহী পিকআপে আগুন চালক অগ্নিদগ্ধ

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে তুলাবাহী পিকআপে আগুন লেগে চালক অগ্নিদগ্ধ হয়ে মারাত্মভাবে আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার দুপ্তারা এলাকায় এই ঘটনা ঘটে। পিকআপের চালক হুমায়ুন কবির (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত চালক হুমায়ুন কবির জানান, সকালে সে নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে তুলা নিয়ে পিকাপ যোগে আড়াইহাজার উপজেলার দুপ্তারা বাজারে রফিকের দোকানে নিয়ে আসছিলেন। দুপ্তারা বাজারের কাছাকাছি এসে দেখতে পান তার চলতি গাড়ির পিছন দিকে তুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সে তরিঘড়ি করে নামতে গিয়ে তার হাতের ও মুখম-লের অনেক অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে তুলাসহ পুরো পিকআপটি পুড়ে যায়। স্থানীয় লোকজন চালক হুমায়ুনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। চালক হুমায়ুনের ধারণা চলতি গাড়িতে পেছনদিক থেকে কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। আহত হুমায়ুন চাঁদপুর জেলার সোনারগাঁওয়ের বাশিক খেরিহর গ্রামের আ. আউয়ালের ছেলে। ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত আগুনের কারণ বলতে পারছে না পুলিশ। আড়াইহাজার উপজেলার স্বাস্থ্যকেন্দ্রর আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া জানান, চালক হুমায়নের হাত এবং পাসহ শরীরের কয়েকটি অংশ পুড়ে গেছে। তবে তার বিপদ হওয়ার সম্ভাবনা নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন