শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাঁকড়া শিকারে গিয়ে যুবকের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বঙ্গোপসাগরে কাঁকড়া শিকারে গিয়ে ট্রলার থেকে পরে বাপ্পি মুন্সী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের আলমগীর মুন্সীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাপ্পি মুন্সী তার বাবা আলমগীর মুন্সীর সাথে বঙ্গোপসাগরে কাকড়া শিকারে যায়। গতকাল শনিবার সকালে কাঁকড়া ধরার সময় বাপ্পির পায়ে রশি পেচিয়ে পরলে ঢেউয়ের তোরে নদীতে পরে যায়। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে বাবা আলমগীর মুন্সী। কিন্তু সগর থেকে বাড়ি ফেরার পথে ট্রলাইরেই মৃত্যু হয় বাপ্পির।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন