শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাইজভান্ডারী ট্রাস্ট্রের আর্থিক অনুদান

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)’র ওরশ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত রাউজান উপজেলার সুবিধাবঞ্চিত ৪৯ পরিবারকে দুর্যোগ প্রশমন অর্থ সহায়তা করা হয়। গতকাল রোরবার দুপুরে রাউজান পৌর ভবনে মাইজভান্ডার দরবার কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সকল জোনের সমন্বয়কারীবৃন্দের ব্যবস্থাপনায় নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, এস এম বাবর, কাউন্সিলর শওকত হাসান, সাংগঠনিক সমন্বয়কারী জাকের হোসেন মাস্টার, রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দীন প্রমুখ। এতে উপজেলা চেয়ারম্যান ৪৯ জনকে নগদ ২০০ টাকা করে দেন শবে বরাতের ফাতেহার জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন